আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্ষিয়ান নেতা মাওলানা এটিএম হেমায়েত উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
দলটির আমির মাওলানা মাওলানা সরওয়ার কামাল আজিজী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার ও সিনিউর নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারি এক যুক্ত শোকবার্তায় বলেন, এটিএম হেমায়েত উদ্দীন ছিলেন ইসলামী রাজনৈতিক অঙ্গনের একজন চৌকস লড়াকু সৈনিক। নিজস্ব দল করলেও অন্যান্য সকল ইসলামী দলগুলোর সাথে তার গভীর সখ্যতা ছিল।
তারা বলেন, সকলকে নিয়ে কাজ করার ব্যাপারেও ছিলেন খুব আগ্রহী। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আরএম/