রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

ঢাকা উত্তরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটিতে স্থান পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা উত্তরের কাউন্সিল অধিবেশন গতকাল ৩০ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

ঢাকা উত্তরের  প্রায় পাঁচ শতাধিক ওলামায়ে কেরামের অংশগ্রহণের মধ্য দিয়ে কাউন্সিলে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির ঢাকা জেলা উত্তরের সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।

অধিবেশনে এশার নামাজের আগে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন স্থানীয় আলেম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল্লামা শাহ আহমদ শফির খলিফা মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী। সেক্রেটারি জেনারেলের পদ অলংকৃত করেছেন বায়তুল আমান মাদরাসা-মসজিদ কমপ্লেক্সের মুহতামিম ও খতিব মুফতি নাজমুল হাসান বিন নূরী।

কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক- মাওলানা শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক- মাওলানা আব্দুল্লাহ, ও দপ্তর সম্পাদক মুফতি গাজী সিদ্দিকুর রহমান।

আগামী কিছুদিনের মধ্যেই ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নবগঠিত ঢাকা জেলার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী।

তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের পরিচিতি সভার আয়োজন করা হবে। মধুপুরের পীর সাহেবের উপস্থিতিতে সেখানে আমরা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করব।

স্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, হাফেজ মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা মহিউদ্দিনসহ স্থানীয় খুতাবায়ে মাসাজিদ, আইম্মায়ে মাসাজিদ ও সাভারের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ