রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

‘আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন খালেদা জিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির যুগ্ম-মহাসচিব সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ।

তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এর আগে বিকেল ৫টার দিকে হারুনসহ বিএনপির তিন এমপি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বাকি দুই এমপি হলেন- উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম।

শপথ নেওয়ার পর এই প্রথম দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন দলের এই তিন সংসদ সদস্য। তার সঙ্গে হঠাৎ এই তিন এমপির সাক্ষাৎ নিয়ে দলের মধ্যে নানা কথাবার্তা শুরু হয়েছে।

কারও কারও প্রশ্ন- মুক্তির বিষয়ে বিশেষ করে প্যারোলে মুক্তির বিষয়ে তাহলে কি খালেদা জিয়ার কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? যদিও এমপিদের কাছ থেকে এর সরাসরি কোনো জবাব পাওয়া যায়নি।

জানতে চাইলে উকিল আবদুস সাত্তার দেশ রূপান্তরকে বলেন, ‘হঠাৎ করে আমরা দেখা করতে যাইনি। এত দিন দেখা করতে যাইনি আমরা তো অমানবিক কাজ করেছি। আসলে আমাদের তার সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি।’

সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে গেছেন গুঞ্জন রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কারও কোনো প্রস্তাব নিয়ে আমরা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি।

আরও আগে তার সঙ্গে আমাদের সাক্ষাতের দরকার ছিল। এটা আমরা অপরাধ করেছি। দীর্ঘদিন পর দলের নেত্রীকে স্বচক্ষে দেখতে হাসপাতালে গিয়েছিলাম আমরা।

এদিকে হাসপাতালের কেবিন থেকে বেরিয়ে এমপি হারুন সাংবাদিকদের বলেন, ‘চেয়ারপারসনের যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এর জন্য বিদেশে তার চিকিৎসার দরকার।’

২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড দেন আদালত। বর্তমানে তার বিরুদ্ধে ৩৩টি মামলা চলমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ