রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

রিফাত হত্যা: চার্জশিটভুক্ত ৬ কিশোরের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় রিফাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ছয় কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। অভিযুক্তরা যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রয়েছে।

সোমবার দুপুরে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মুহা. হাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট নার্গিস পারভীন সুরমা জানান, আদালতের নির্দেশে তাদের জামিনের আবেদন বরগুনার শিশু আদালতে করা হয়। অভিযুক্ত কিশোররা হলো- রাশিদুল হাসান রিশান ফরাজী, মুহা. অলিউল্লাহ অলি, জয় চন্দ্র সরকার চন্দন, মুহা. তানভীর হোসেন, মুহা. নাজমুল হাসান এবং রাতুল সিকদার জয়।

মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক এসব অভিযুক্তদের মধ্যে মুহা. রাশেদুল হাসান ওরফে রিশান ফরাজী ও মুহা. তানভীর হোসেনের বিরুদ্ধে একটি করে হত্যাচেষ্টা ও মারধরের মামলা রয়েছে। মুহা. ওয়ালিউল্লাহ অলির বিরুদ্ধে একটি মাদক ও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।

এছাড়া এ মামলায় অভিযুক্ত মুছা, মোহাইমিনুল ইসলাম সিফাত, হাসান, কিশোর অভিযুক্ত আবদুল্লাহ ওরফে রায়হান, সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাকিবুল হাসান রিফাত হাওলাদার ও নাইম পলাতক রয়েছে। আর এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন প্রকাশ্য বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ