আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার ভোরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমজাদ মন্ডল (৪২) ওই গ্রামের ফজেল মন্ডলের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমজাদকে ভোর ৪টার দিকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায় ঘাতকরা।
গুরুতর আহত অবস্থায় আমজাদকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
-এটি