বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত নাসির (৩৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসির ভান্ডারিয়া জেলার রাজাপুর থানা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ বলেন, শনিবার রাতে সাভারের নবীনগর থেকে ধামরাইয়ের কালামপুরগামী পলাশ পরিবহনের সঙ্গে পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসিরসহ ৭/৮জন আহত হন।

রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাসিরের মৃত্যু হয়। বাকি আহতদের মধ্যে তিনজন সাভারের এনাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি।

এর আগে, শনিবার (৬ জুলাই) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে নাসিরসহ গুরুতর আহত হন পাঁচজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ