বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ফেনী জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ফেনী জেলা কমিটি গঠন হয়েছে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই)।

ফেনীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ফেনীতে গতকাল বিকেল ৩টায় এক উলামা ও প্রতিনিধি সম্মেলনে ফেনী জহিরিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম ভূঁইয়াকে সভাপতি ও এফ রহমান এসি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুককে সেক্রেটারি করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, তাহাফফুজে খতমে নবুওয়তের আমির আল্লামা শাহ আহমদ শফী এর ডাকে সারা দিয়ে আজ আমরা ফেনী জেলা কমিটি গঠন করেছি। হজরতের নেতৃত্বে ফেনী জেলার উলামায়ে কেরাম তাহাফফুজে খতমে নবুওতের ব্যনারে ঐক্যবদ্ধ। আমরা অতিতেও ইসলামের জন্য রক্ত দিয়েছি। ভবিষ্যতেও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবি আদায়ের জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিবো।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা জুহুরুল ইসলাম মাওলানা আব্দুল কাইউম সুবহানী মাওলানা রাশেদ বিন নুর।

ফেনী জেলার শীর্ষ উলামাদের মধ্যে বক্তব্য রাখেন ছাগলনাইয়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন, উলামা বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শিব্বির আহমদ, জামিয়া মাদানিয়ার মুহতামিম মুফতি সাইফুদ্দিন কাসেমী, ফেনী রশিদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি ফয়জুল্লাহ, ফেনী জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মুমিনুল হক, শর্শদি দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জালালুদ্দিন ফারুক সহ স্থানীয় উলামায়ে কেরামগন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ