বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

'গ্যাসের দাম না কমালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, সম্পূর্ণ অযৌক্তিকভাবে জ্বালানী গ্যাসের দাম বাড়ানো হয়েছে। অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। গ্যাসের দাম না কমালে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সমানে জ্বালানী গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববাজারে যেখানে গ্যাসের দাম অর্ধেকে নেমে এসেছে সেখানে বাংলাদেশে গ্যাসের দাম প্রায় ৩৩ ভাগ বাড়ানো হয়েছে। আসল কথা হচ্ছে ভোট ডাকাতির মাধ্যমে কায়েম হওয়া সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। ইতোমধ্যেই বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে।

জনবিচ্ছিন্ন এ সরকারকে না সড়াতে পারলে দেশের মানুষকে ধুকে ধুকে মরতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জুলমবাজ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, সরকারের গণবিরোধী বাজেটের কারণে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছে। এর মধ্যে জ্বালানী গ্যাসের দাম বাড়িয়ে জনগণের উপর জুলুম চালানো হচ্ছে। সরকারকে এ অন্যায্য মূল্য বৃদ্ধি জনগণ মানবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণবিরোধী সরকারের পতন ঘটাতে হবে।

সভাপতির বক্তব্যে শেখ গোলাম আসগর বলেন, অবৈধ নৈশ ভোটের সরকারের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকার বর্ধিত মূল্য না কমালে কঠিন আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে। তিনি আগামী ৭ তারিখ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আহুত অর্ধ দিবস হরতালের কমসূচীতে নৈতিক সমর্থন জ্ঞাপন করেন। তিনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর সেদেশের উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীদের জুলুম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতীয় মুসলমানরে উপর পরিচালিত হত্যা নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আব্দুল হক আমিনী, ঢাকা মহানগরীর সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

মুন্সী মুস্তাফিজুর রহমান ইরান, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, এ্যাডভোকেট সানাউল্লাহ, ছাত্র মজলিস নেতা মুহাম্মদ আব্দুল গাফফার, কে এম ইমরান হোসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ