বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

বেনাপোলে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেনাপোল সীমান্ত থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় ঘিবা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আখের আলীর ছেলে বাবুল (২৮) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে এরশাদ(৩০)।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে মজুত করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ