বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

মোদির সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

জাপানের ওসাকায় শুক্রবারের এ বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন।

এ সময় তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা আরও জোরদার করার কথাও বলেছেন।

জি ২০ সম্মেলনে অংশ নিতে জাপান সফরে থাকা মোদি ব্রিকস নেতাদের একটি অনানুষ্ঠানিক বৈঠকের পর কোন এক ফাঁকে যুবরাজের সঙ্গে বৈঠকে বসেন।

ভারতে অপরিশোধিত তেল সরবরাহে শীর্ষে রয়েছে সৌদি আরব। কিন্তু জ্বালানি খাত ছাড়িয়েও নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে চাচ্ছে দুই দেশ। একটি কৌশলগত সম্পর্ক তৈরিতে দুই দেশের সরকার একমত হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, সৌদি আরব আমাদের অমূল্য কৌশলগত অংশীদার। জি ২০ সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ