মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

সারাজীবন অস্ত্রোপচার করতে হবে বৃক্ষমানবের হাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃক্ষমানব হিসেবে পরিচিত ২৮ বছর বয়সী আবুল বাজানদারের হাত সচল রাখতে আবারও অস্ত্রোপচার করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আবুল বাজানদারের হাতের এ রোগ স্থায়ীভাবে সারানোর সম্ভাবনা একবারেই কম। তাই তার হাত স্বাভাবিক এবং সচল রাখতে হলে সারাজীবন অস্ত্রোপচার চালিয়ে যেতে হবে।

আবুল বাজানদার বলেন, এই রোগের কারণে তার হাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। ব্যথার কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। এখন আর এ যন্ত্রণা সহ্যও করতে পারছেন না। তাই যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেতে ডাক্তারদের কাছে হাত কেটে ফেলারও অনুরোধ জানিয়েছেন তিনি।

বিরল রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালে ঢামেকে ভর্তি হন আবুল বাজানদার। তার হাতে ও পায়ে গাছের শিকড়ের মতো শক্ত অতিরিক্ত অংশ জন্ম নেয়। দেশে এ প্রথম এমন বিরল রোগে আক্রান্ত রোগীর চিকিৎসায় ঢামেক কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার চিকিৎসার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করার নির্দেশ দেন।

এরপর থেকে এখন পর্যন্ত ২৫ বার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু তার হাতে ও পায়ে শক্ত শেকড়ের মতো অংশ ছড়িয়েই যাচ্ছে। ২০১৭ সালে একবার প্রায় সুস্থ হয়ে ওঠেন বাজানদার। ওই সময় পুরোপুরি চিকিৎসা না নিয়েই হাসপাতাল ছাড়েন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ