সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

‘তিউনিসিয়ায় নৌকা ডুবিতে বাংলাদেশি নিয়ে তথ্য নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিউনিসিয়ায় নৌকা ডুবিতে বাংলাদেশি নিয়ে এখনও কোনো তথ্য নেই। তবে জানা গেছে ৩৭ জন বাংলাদেশি এ দুর্ঘটনায় মারা গেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন (১৪ মে) কৃষিবিদ ইন্সটিটিউটে এক সেমিনার শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, তিউনিসিয়ায় উপকূলে নৌকা ডুবিতে নিহত ও উদ্ধার পাওয়া বাংলাদেশিদের সন্ধানে লিবিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত ও আরও একজন রওনা হয়েছেন। তবে এখনও তারা সঠিক তথ্য জানাতে পারেনি।

মোমেন বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানতে পেরেছি ৩৭ জন মারা গেছেন। আমরা টেলিফোনে বা কোনোভাবেই রাষ্ট্রদূতের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারিনি। তবে ৫ জন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তাদের উদ্ধার করে নিয়ে আসব।

উদ্ধার হওয়া লাশের মধ্যে রেড ক্রিসেন্ট বলছেন একজন বাংলাদেশি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত গেছেন, তিনি শনাক্ত করে নিয়ে আসবেন। আমাদের কাছে সরকারি কোনো তথ্য নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে লিবিয়ার উপকুল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশে রওনা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ