সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

রাবিতাতুল মাদারিস আল-ইসলামিয়া কক্সবাজার এর ফল প্রকাশ: পাশের হার ৮৬.০৫%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

সদ্য গঠিত আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড 'রাবিতাতুল মাদারিস আল-ইসলামিয়া কক্সবাজার' এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ১৪৪০ হিজরি মোতাবেক ২০১৯ ইংরেজি শিক্ষাবর্ষের জামাতে নাহুম (পঞ্চম শ্রেণি) এর মারকাযি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

আজ (রবিবার) ১২মে সকাল ১০টায় বোর্ডের প্রধান কার্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফে বোর্ডের চেয়ারম্যান আল্লামা কিফায়তুল্লাহ শফীক এর হাতে ফলাফল তুলে দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মাওলানা আনিসুর রহমান মাহমুদ।

বোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, কক্সবাজারের ১৯টি প্রতিষ্ঠান থেকে মোট ২২২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে মুমতায ৭২ জন, জাইয়্যিদ জিদ্দা ৯৬ জন, জাইয়্যিদ গ্রেডে ১১জন উত্তীর্ণ হয়েছে, অকৃতকার্য হয়েছে ২৯ শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিলো ১৪জন শিক্ষার্থী।

মারকাযি পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় স্থান পেয়েছে ৭টি প্রতিষ্ঠানের ২৯জন ছাত্র। তন্মধ্যে আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ থেকে ১৩ জন, ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার থেকে ৬জন, আল-জামেয়া আল-আশরাফিয়া কাসেমুল উলূম মিঠাপানিরছড়া থেকে ৫জন, দারুল ঈমান আল-ইসলামিয়া শাহ পরীর দ্বীপ থেকে ২জন, মা'হাদ ইবনে মাসউদ আল-ইসলামী ডেইলপাড়া থেকে ১জন, মাদরাসা ইবনে আব্বাস আল-ইসলামিয়া লেদা হ্নীলা থেকে ১জন, মাদরাসা সুলতানিয়া আযীযুল উলূম মরিচ্যাপালং থেকে ১জন।

হাইআতু ইত্তেহাদুল মাদারিসের অধীনে সদ্য গঠিত বোর্ডটির চেয়ারম্যান আল্লামা কিফায়তুল্লাহ শফীক সাহেব বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন এবং রমাযানের পর মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বলে প্রতিবেদককে জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ