শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: জুনায়েদ আল হাবীব নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় রয়েছে: মঞ্জু যেসব গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি এই সমাজের রন্দ্রে রন্দ্রে আলেম বিদ্বেষ

কঙ্গোতে নিহত হলেন পুলিশের অতিরিক্ত আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ ফ্রন্ট পুলিশ ইউনিটের মেডাল প্যারেডে যোগ দিতে গিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগম এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কমান্ডার (এসপি) ফারজানাসহ আরো দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির কিনশাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা।

তিনি বলেন, একটি লরির সঙ্গে ধাক্কা লেগে রৌশন আরা বেগমকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে রৌশন আরা নিহত ও ফ্রন্ট পুলিশ ইউনিটের কমান্ডার (এসপি) ফারজানা ও তার গাড়ির চালক আহত হয়েছেন। তবে তারা দুজন নিরাপদে আছেন বলে আমরা জানতে পেরেছি।

১৯৯৪ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে রৌশন আরা কক্সবাজার, টাঙ্গাইল, কুমিল্লা ও চট্টগ্রামে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশের ইতিহানে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান তিনি। এরপর ২০১৮ সালের ৬ নভেম্বর অতিরিক্ত আইজিপি হন রৌশন আরা বেগম।

রৌশন আরা ঢাকার মগবাজারের সাবেক টিএন্ডটি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ভিকারুননিসা-নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি দেশের বাইরে থেকেও বেশ কয়েকটি কোর্স করেছেন।

পেশাগত জীবনে পুলিশে অবদানের স্বীকৃতি হিসেবে দুইবার আইজিপি ব্যাচপ্রাপ্ত, পুলিশ পদক ‘পিপিএম’, ‘অনন্যা শীর্ষ দশ-১৯৯৮’ ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০১২ লাভ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ