আওয়ার ইসলাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামকে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এম জহিরুল আলম দোভাষকে।
বুধবার দুপুরে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের কাছ থেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল আলম দোভাষ। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের জ্যেষ্ঠ সন্তান। নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলরের দায়িত্বও পালন করেন তিনি। জহিরুল আলম দোভাষ সিটি করপোরেশনের প্রতিনিধি হিসেবে সিডিএ’র বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন একাধিকবার।
আরএম/