শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সারা বিশ্বে ২৪তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বাংলাদেশ ২০৩২ সালের মধ্যে সারা বিশ্বে ২৪তম অর্থনীতির দেশ হবে।

আজ রোববার (১৩ জানুয়ারি) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রী তার নিজ দপ্তরে এ কথা বলেন। এর আগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অর্থমন্ত্রী খেলাধুলার ইতিবাচক দিক তুলে ধরে বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে খেলাধুলাও এগিয়ে নিতে হবে। মানুষের মননশীলতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

এ ব্যাপারে তিনি আরও বলেন, আমি খেলাধুলার মানুষ। সব সময় খেলাধুলার উন্নয়নে কাজ করব। ঢাকার ক্লাবগুলো দেশের ক্রিকেট-ফুটবল এগিয়ে নিতে কাজ করে। ঢাকার ক্লাবগুলোর উন্নয়ন দরকার।

আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে নিবেদিত প্রাণ। উনার কাছে আবাহনী ও মোহামেডানের কোনো ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়ন চান।'

এ সময় আরও উপস্থিত ছিলেন- মোহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, পরিচালক আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ