শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মাঠে বসেই নড়াইল গড়ার প্রাথমিক ছক কেটেছেন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বৃহস্পতিবার শপথ নেয়ার পর নড়াইল গড়ার প্রাথমিক ছক কেটেছেন মিরপুর একাডেমি মাঠে বসেই।

বৃহস্পতিবার শপথ নেয়ার পর মিরপুর একাডেমি মাঠে ফিরে ছোট ড্রেসিংরুমে নড়াইলের এক ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মীর সঙ্গে একান্ত আলাপচারিতায় নড়াইল-২ আসনের নানা সমস্যাই উঠে আসে।

রাস্তা থেকে শুরু করে অযত্নে পড়ে থাকা নড়াইল সদর হাসপাতালের অপারেশন থিয়েটার পর্যন্ত বাদ যায়নি কিছুই।

সামনে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। তাই শুরুতেই কিছু কাজ এগিয়ে রাখবেন তিনি। এ জন্য বিপিএলের এক ফাঁকে নড়াইলও আসবেন মাশরাফি। যাতে নড়াইল-২ আসনে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হয়। সেভাবেই প্রাথমিক ছক কেটেছেন মাশরাফি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ