শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দে‌শের উন্নয়ন কর‌তে গিয়ে কিছু ভুল হয়েছে, নানারকম আচরণে কেউ কেউ কষ্ট পে‌য়ে‌ছেন। চাঁদেরও কলঙ্ক থা‌কে, আর আমরা‌ তো মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হি‌সে‌বে আমি ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাই। ফের ক্ষমতায় গে‌লে আগের ভুল সং‌শোধন করা হ‌বে।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা মো‌ড়ে আওয়ামী লী‌গের এম‌পি প্রার্থী মামুনুর রশীদ কির‌ণের সমর্থনে পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি ব‌লেন, ‘ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ এবং বছ‌রের প্রথম দি‌নে বই দি‌য়ে বর্তমান সরকার প্রতিশ্রু‌তি রক্ষা করে‌ছে। আর বিএন‌পি দেয় ভুয়া প্রতিশ্রুতি।’

তি‌নি আরও ব‌লেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে এটাই আমার প্রথম নির্বাচন। নোয়াখালীবাসী দে‌খি‌য়ে দিন যে, আমরা নৌকার প‌ক্ষে আছি, উন্নয়‌নের পক্ষে আছি।’

দলের নেতাকর্মীদের তিনি বলেন, ‘মাত্র ৩ দিন আছে। বিএনপির উস্কানীর ফাঁদে পা দেবেন না। অগ্নিপরীক্ষা দিতে হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ