শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।

গতকাল শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল মোকামিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহি বাস উপজেলার মোকামিয়া নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তোফাজ্জেল।

যাত্রীবাহি বাসটি তোফাজ্জলকে ধাক্কা দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের ডাক্তার তার মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেন।

এ ঘটনায় প্রায় ১০ যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ