শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় মোহাম্মদ আলী (৪৫) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

আজ ভোরে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কাশিয়ানী উপজেলার পোনা এলাকার লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন।

কাশিযানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ভোরে আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় ওই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দেয়।

এ সময় ট্রাকটিও মহাসড়কের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত হন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

মাঠে ৬ ইসলামি দলের ৩৬৭ প্রার্থী

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ