বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর শামবকসি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন শামবকসি এলাকার আবু মহসিনের ছেলে। তিনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করে হেরেছেন।

জানা যায়, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, দেলোয়ারের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ