বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে?

সিলেট মহাসমাবেশ থেকে আওয়ামী লীগকে একঘরে করার ঘোষণা ঐক্যফ্রন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যেমে জনমত গড়ে তুলে আওয়ামী লীগকে একঘরে করে দেয়া হবে।

বুধবার দুপুরে সিলেটের রেজিস্ট্রি মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় সব রাজবন্দীদের মুক্তির পাশাপাশি সুষ্ঠ নির্বাচন ব্যবস্থারও দাবি জানান সাবেক এই মন্ত্রী।

দেশের মানুষের বাক স্বাধীনতার অধিকার কেড়ে নেয়া হয়েছে উল্লেখ করে মঈন খান বলেন, সরকারের ফরমায়েশি রায়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দিতে হবে। তা না হলে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

দুপুর ১ টা ৫৫ মিনিটে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশটি শুরু হয়। এতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন। ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সমাবেশ পরিচালনা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ের আন্দোলনে যাওয়ার পূর্বে প্রথমবারের মতো এ সমাবেশটির আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ