রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের ২৭ আসনে শাপলা কলি নিয়ে লড়বেন যারা আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন: আমির হামজা সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সাংবাদিক নিখোঁজ, সৌদি রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর দেশটির সরকারের তুখোড় সমালোচক হিসেবে পরিচিত এক প্রবীণ সাংবাদিক নিখোঁজ হওয়ার ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাসোগি মঙ্গলবার নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে যাওয়ার পরই তিনি নিখোঁজ হয়ে যান।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

জামাল খাসোগি ওয়াশিংটন পোস্টের জন্য নিয়মিত কলাম লিখতেন। কিন্তু এদিন বিকালে তিনি কনস্যুলেটে ঢোকার পর তাকে আর দেখা যায়নি।

নিজের বিয়ের সনদ আনতে কনস্যুলেটে গিয়েছিলেন তিনি জানিয়ে এ সাংবাদিকদের তুর্কি বাগদত্তা বলেন, জামাল যখন কনস্যুলেটে ঢুকেছিলেন, তখন তিনি বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। কনস্যুলেট বন্ধ না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন, কিন্তু জামাল খাসোগি বেরিয়ে আসেননি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সাংবাদিক জামাল খাসোগির খবর চেয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়।

আঙ্কারা সূত্র জানায়, গতকাল সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে জামালের বিষয়ে আলোচনা হয়েছে। তার অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটানোর চেষ্টা চলছে। আমাদের বিশ্বাস- ইতিবাচক ফল আসবে।

এর আগে সৌদি সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন জামাল। কিন্তু গত বছর গ্রেফতার এড়াতে তিনি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে নির্বাসনে যান। ইয়েমেন সৌদি আগ্রাসনসহ তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বেশ কিছু নীতির সমালোচনা করেন।

ওয়াশিংটন পোস্টের আন্তর্জাতিক মতামত বিভাগের সম্পাদক এলি লোপেজ বলেন, তিনি কোথায় আছেন, তা নিয়ে আমি উদ্বিগ্ন।

তিনি বলেন, আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তার ব্যাপারে তথ্য নেয়ার চেষ্টা করছি। সাংবাদিক ও ভাষ্যকার হিসেবে কাজ করার জন্য যদি তাকে আটক করা হয়, তবে তা খুবই অন্যায় ও জঘন্য কাজ।

আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ