রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটেনের লেবার পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি।

এবারের সম্মেলনে দলের এক লাখ ৮৮ হাজার সদস্য ফিলিস্তিনকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন।

লিভারপুলে মঙ্গলবার দলের বার্ষিক সম্মেলেন শেষে লেবার দল এই আহ্বান জানায়। সম্মেলনে ফিলিস্তিন ইস্যু নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।

রুধির রাঙা ফিলিস্তিন

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ ইসরায়েল বিরোধী ‘মার্চ অব নো রিটার্ন’ বিক্ষোভ করে আসছে এবং সে বিক্ষোভ দমন করতে ইসরায়েল যেসব অস্ত্র ব্যবহার করছে তার মধ্যে ব্রিটিশ অস্ত্রও রয়েছে।

৩০ মার্চ থেকে ইসরায়েলি সেনাদের হাতে এ পর্যন্ত নারী-শিশুসহ ১৮০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গতকালের সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় লেবার পার্টির শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নবেরি বলেন, লন্ডনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ফিলিস্তিনি নিরপরাধ জনগণের ওপর হামলা করতে ব্রিটিশ অস্ত্র ব্যবহৃত হচ্ছে না। লেবার দলের এই আহ্বান ও অবস্থানকে ব্রিটিশ সরকারের জন্য শক্ত বার্তা বলে মনে করা হচ্ছে।

তবে ব্রিটেনে ইঞ্জিনিয়ারিংয়ের ফিলিস্তিনি অধ্যাপক কামাল হাওয়াশ তাতে সন্দেহ প্রকাশ করেছেন।

মেশকাত জামাত খুলছে সাভার দারুল আমান মাদরাসা

তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার সম্ভাবনা একেবারেই কম।

তিনি বলেন, ব্রিটিশ সরকার ইসরায়েলের কাছে স্নাইপার রাইফেল বিক্রি করে এবং ইহুদিবাদী সেনারা সেই স্নাইপার রাইফেল দিয়ে ফিলিস্তিদের হত্যা করে।

সূত্র: পার্স টুডে

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ