শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আটক; পুলিশের অস্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নিকুঞ্জ থেকে তাকে আটক করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিডিয়াকে তার গ্রেফতারের খবর নিশ্চিত করে বলেন, অবিলম্বে ইসহাক সরকারকে জনসম্মুখে হাজির করা হোক।

জানা যায়, নিকুঞ্জ থেকে বনানী আসার পথে একটি মাইক্রোবাসে এসে ডিবি পরিচয়ে ইসহাককে আটক করে। তাকে গাড়িতে তুলে নিয়ে কূড়িল ফ্লাইওভার দিয়ে পূর্বাচলের দিকে নিয়ে যাওয়া হয়।

তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে জানান।

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির প্রতীকী অনশন শুরু

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ