শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদ হাসান: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল, নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনটির সভাপতি মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আজ শুক্রবার বিকালে রাজধানীর পল্টনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এসময় তারা কোটা বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা মামুনুল হক শাহবাগে অসুস্থ আলেম মুফতি হুজাইফাসহ সারাদেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ সময় তিনি বলেন, জনগণের শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করার বিরুদ্ধে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, মজলিসে শুরা খাস সদস্য মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা ফজলুর রহমান সহ-বাইতুল মাল সম্পাদক, মাওলানা শরীফ হুসাইন হুসাইন, সম্পাদক, সমাজ,কল্যান বিভাগ। ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম, সহ সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মাওলানা হাশমতুল্লাহ, মাওলানা আবুল হুসাইন। যুব মজলিস খ শাখার কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ ফয়সাল মাহমুদ, খ শাখা ঢাকা মহানগর সভাপতি মুহাম্মাদ মোশাররফ হুসাইন প্রমুখ।

অপারেশনে রোগীর মৃত্যুতে হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্সরা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ