বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

জাকির নায়েককে ফেরত দেয়া হবে না: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ বলেছেন, জাকির নায়েককে ভারতে ফেরত দেয়া হবে না। জাকির নায়েক ভারতে ফিরছেন এ গুজবের পর তিনি আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি ক্লিয়ার করে বক্তৃতা দেন।

স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, মালয়েশিয়া জাকির নায়েককে ফেরত দেবে না।

তিনি আরও বলেন, জাকির নায়েককে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়া হয়েছে। যেহেতু তিনি কোনো সমস্যা সৃষ্টি করছেন না, তাই তাকে ফেরত পাঠানোর চিন্তা মালয়েশিয়ার নেই।

ভারতের প্রভাবশালী পত্রিকা এনডিটিভির একটি খবরে বলা হয়, জাকির নায়েক ভারতে ফিরছেন।

মালয়েশিয়ার ওই সূত্র জানিয়েছিল, মঙ্গলবার রাতেই ভারতের উদ্দেশে রওনা হবেন জাকির নায়েক।

বিষয়টি জানার পর জাকির নায়েক বলেছেন, ভারতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফিরছেন না তিনি। তার আইনজীবী দাতো শাহারুদ্দিন আলি বলেন, জাকির নায়েকের দেশে ফেরা নিয়ে যে প্রতিবেদন হয়েছে, তার সত্যতা নেই।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাকির নায়েক দেশে ফিরছে, এমন কোনো ইঙ্গিত মালয়েশিয়া থেকে দেওয়া হয়নি।

গত বছর রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত দুজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ছে বলে অভিযোগ ওঠলে ভারত তাকে নিষিদ্ধ করে। বন্ধ করে দেওয়া হয় তার মালিকানাধীন পিস টেলিভিশনের সম্প্রচারও।

গত বছরের ২৬ অক্টোবর আদালতে ৬৮ পাতার অভিযোগপত্র জমা দেয় ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। তখন থেকেই জাকির নায়েককে ফেরত দিতে মালয়েশিয়ার কাছে আহ্বান জানিয়ে আসছিল ভারত।

মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় পেলেন জাকির নায়েক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ