বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

ভৈরবে মাদকবিরোধি অভিযান; আটক ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সারা দেশের মতো মাদকের ট্রানজিট পয়েন্ট কিশোরগঞ্জের ভৈরবেও চলছে পুলিশের মাদকবিরোধী অভিযান। গত ৬ দিনের টানা সাঁড়াশি অভিযানে শহরের শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৪০জনকে আটক করেছে পুলিশ।

বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ আটকদের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ফলে স্থানীয় মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার আতঙ্কে কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়ক, রেল ও নৌপথের যোগাযোগসমৃদ্ধ শহর বন্দরনগরী ভৈরব। এই তিন পথে অবাধ যাতায়াতের কারণে সহজে মাদক প্রবেশ করে এই শহরে। ফলে এখানে গড়ে উঠেছে মাদকের স্বর্গরাজ্য। শহরের অলিগলি কিংবা গ্রামের পাড়া-মহল্লায়ও রয়েছে মাদকের ছড়াছড়ি।

এছাড়া ভৈরবকে মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে চোরাকারবারিরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন লাখ লাখ টাকার ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পাচার করছে। ফলে শহরে হাত বাড়ালেই মেলে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

আর এসব মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে অর্ধশতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী। থানায় সবচেয়ে বেশি রয়েছে মাদকের মামলা। অপরদিকে মাদকের ব্যবসা করে শহরে কেউ কেউ একাধিক বাড়ি-গাড়ির মালিকসহ কোটিপতি হয়েছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত আটক হয়েছে ৪০জন মাদক ব্যবসায়ী। এদের মধ্যে গেল সোমবার রাতে শহরের গাছতলাঘাট এলাকার শীর্ষ মাদক সম্রাট ফরিদ ও তার স্ত্রীকে ৪ হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক হলেও এখনও অনেকেই রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ