মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

দূতাবাস স্থানান্তর শুরু; গুলিতে নিহত ১৬ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের শুরুতেই নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত আর আহত হয়েছেন পাঁচ শতাধিক।

জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তেলআবিব থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু করা হয়েছে আজ।

এর প্রতিবাদে সকাল থেকেই হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভে নেমেছে। এ সময় বিনা উস্কানিতেই ইসরায়েলি পুলিশ ১৬ ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করে।

ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বের একতরফাভাবে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। সেই সঙ্গে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন।

ট্রাম্পের ওই ঘোষণা অনুযায়ী সোমবার মার্কিন দূতাবাস স্থানান্তরের কাজ শুরু করা হয়।

এ উপলক্ষে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জারেদ কুশনারকে সেখানে অবস্থান করছেন। তাদের সঙ্গে শীর্ষ মার্কিন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

তবে ইসরাইল বিভিন্ন দেশকে সেখানে আমন্ত্রণ জানালেও যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ সাড়া দেয়নি।

আরও ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ