বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম সিলেট মহানগর কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম সিলেট’র কমিটি গঠন উপলক্ষে আলেম মুক্তিযোদ্ধাদের স্মরণে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগরীর উপশহরস্থ দারুল আজহার মডেল মাদরাসা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

মাওলানা ইমদাদুল হক নোমানীর সভাপতিত্বে ও ইকবাল হাসান জাহিদের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন, বিশিষ্ট সাংবাদিক আ ফ ম সাঈদ, লেখক ও গবেষক সৈয়দ মবনু, সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, নিজাম উদ্দীন মিসবাহ, জাকারিয়া আল হাসান, হাফিজ মাওলানা মাসুম আহমদ, জামিল চৌধুরী, ইবাদ বিন সিদ্দিক, ইলিয়াস মাশহুদ, আরিফ রব্বানী, কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম সিলেট মহানগর কমিটি ঘোষণা করা হয়।

কমিটির দায়িত্বশীলগণ হলেন, আহবায়ক-মাওলানা ইমদাদুল হক নোমানী, সদস্য সচিব ইকবাল হাসান জাহিদ, সদস্যবৃন্দ, মুহাম্মদ রুহুল আমীন নগরী,জাকারিয়া আল হাসান, হাফিজ মাওলানা মাসুম আহমদ, জামিল চৌধুরী, ইবাদ বিন সিদ্দিক, ইলিয়াস মাশহুদ, আরিফ রব্বানী, কায়সান মাহমুদ আকবরী, আরিফ রব্বানী, লুৎফুর রহমান, আব্দুল কাহহার, মাহদি হাসান।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে উলামায়ে কেরাম মুখ্য ভূমিকা পালন করেছেন। কিন্তু দু:খ জনক হলেও সত্য, উলামায়ে কেরামের সেই অবদান জাতির সামনে উপস্থাপন করতে আমরা ব্যর্থ হয়েছি।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, শহীদ বুদ্ধিজীবি মাওলানা ওলিউর রহমান, শহিদ মাওলানা দানেশ, খলিফায়ে মাদানী মাওলানা লুৎফুর রহমান, মুজাহিদে মিল্লাত মাওলানা শামসুদ্দীন কাসেমী, মাওলানা এমদাদুল হক আড়াইহাজারীসহ বিপুল সংখ্যক হক্কানী আলেম মুক্তিযোদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করেছেন।

জাতীয় পাঠ্যসূচিসহ ইতিহাসে তাদের অবদানের কথা তুলে ধরার দাবি জানান প্রজন্ম ফোরামের নেতৃবৃন্দ।

একাত্তরে বিভিন্ন মাদরাসা মুক্তিযোদ্ধাদের আশ্রয়কেন্দ্র ছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ