বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

কাবার উপর আপত্তিকর ছবি লাগানোর অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাবা শরীফের উপর আপত্তিকর ছবি ফেসবুক পোস্ট করার অভিযোগে শেরপুরে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম বাপ্পী চন্দ্র দাস (২০)। গত মঙ্গলবার রাত ৯টায় দিকে ডিবি পুলিশ বাপ্পী চন্দ্র দাস (২০) নামে ওই যুবককে গ্রেফতার করে।

ধৃত যুবক বাপ্পী শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার বিকাশ চন্দ্র দাস এর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাপ্পী চন্দ্র দাস গত ৯ এপ্রিল তার ব্যবহৃত একটি Symphony V42 মোবাইল ফোন সেট এ ফেসবুক আইডির মাধ্যমে পবিত্র কাবা শরীফের উপর একটি আপত্তিকর ছবি সংযোজন করে তা ছড়িয়ে দেয়। পরে বিষয়টি ওই রাতে পুলিশ প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ডিবির এসআই ফজলে এলাহীর নেতৃত্বে এএসআই আঃ কাইয়ুম আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের মাধবপুর মহল্লায় অভিযান চালিয়ে বাপ্পী চন্দ্র দাসকে গ্রেফতার করে।

ধৃত যুবক বাপ্পী চন্দ্র দাস কাবা শরিফের উপর ওই আপত্তিকর ছবি লাগিয়ে পোস্ট করার কথা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।

বিডি পুলিশের ওসি নওজেস আলী মিয়া বাপ্পী চন্দ্র দাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি’র এসআই ফজলে এলাহী সাংবাদিকদের জানান, এ ঘটনায় ধৃত বাপ্পী চন্দ্র দাসকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ১১ এপ্রিল বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদরাসায় মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ