বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি? হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোট, রয়েছে যেসব সংগঠন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করেছি: সারজিস আলম নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার-২

বেধড়ক মারে আহত এতিম ছাত্র, মাদরাসা শিক্ষক পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক শিশু ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করে আহত করেছেন এক মাদরাসা শিক্ষক।গতকাল সোমবার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের শেওড়াতলা উলুমে দ্বিনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক হাফেজ ফজলুল হক পলাতক রয়েছে।

আহত ছাত্রের নাম  রিফাত হোসেন (১২)। সে ওই মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্র। রিফাত মধুপুর পৌরশহরের পুন্ডুরা চরপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।অসুস্থ অবস্থায় তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে রিফাত বলে, ‘ছবক (পড়া) দেওয়ার সময় একটি হরফ (অক্ষর) ভুল হয়েছিল বলে আমাকে এভাবে মেরেছে।’

রিফাতের বাবা নুরুজ্জামান জানান, ‘ওই শিক্ষক মা মরা এতিম ছেলেটাকে নির্মমভাবে বেত্রাঘাত করেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে এলাকাবাসী কয়েকজন জানান, ওই শিক্ষক প্রায় প্রায়ই কোমলমতি ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

উলুমে দ্বিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নজরুল ইসলাম জানান, ‘শিশুটিকে এভাবে বেত্রাঘাত করা ঠিক হয়নি। আমরা পৌর মেয়রের সাথে আলোচনা করে ঐ শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এ বিষয়ে মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ‘আমাকে কেউ বিষয়টি এখনো জানায়নি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ