সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একশ্রেণির অসাধু ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদানের নামে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এ ব্যাপারে জনগণকে সাড়া না দিতে এবং জনসচেতনতা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, একশ্রেণির অসাধু ব্যক্তি তাঁর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে কয়েক দিন ধরে মানুষের কাছে চাঁদা দাবি করছে। এরই মধ্যে দুজন ব্যক্তি তাঁর কাছে অভিযোগ করেছেন।

জেলা প্রশাসক জানান, যদি কেউ জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে, তবে তার বা তাদের আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিজ্ঞপ্তি পোস্ট দিয়েছেন।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে জেলা প্রশাসক লিখেছেন, ‘এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একশ্রেণির অসাধু চক্র আমার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিকট আর্থিক অনুদান দাবি করেছে মর্মে খবর পাওয়া যাচ্ছে।

জেলা প্রশাসক, গাজীপুর-এর নাম ব্যবহার করে যেকোনো ব্যক্তি যেকোনো স্থানে কোনো প্রকার চাঁদা অথবা অনৈতিক সুবিধা দাবি করলে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে সাড়া না দিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের ই-মেইলে অথবা ইনবক্সে অথবা এনডিসি গাজীপুরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সব নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ