সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

বিমানের জানালা গোলাকৃতি হয় কেন? (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জানেন কি? প্লেনের জানালা কিন্তু গোলাকার সব সময়। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ। আবিষ্কারের পর থেকেই উড়োজাহাজের আকৃতি নিয়ে আজ পর্যন্ত চলছে নানা গবেষণা। এর বিভিন্ন অংশ নিয়ে কম পরীক্ষা-নিরীক্ষা হয়নি। আর সিংহভাগ ক্ষেত্রেই এ সব করতে হয়েছে বিমানের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে।

লক্ষ্য করলে দেখা যায়, প্লেনের জানালা সাধারণত গোলাকৃতি হয়। এটা কি কেবল নকশার জন্য নাকি এর পেছনে রয়েছে কোনো কারণ ? প্লেনের জানালা গোলাকৃতি না হলে ভীষণ বিপদ!

সাধারণ মানের থেকে শুরু করে হোমরা-চোমরাদের জন্য ভিআইপি প্লেন, সবখানেই জানালার আকৃতি হয়ে থাকে গোলাকার। উড়োজাহাজের প্রযুক্তিতে দিন দিন বহু পরিবর্তন ও বৈচিত্র্য আনা হয়েছে। তবে প্লেনের জানালা কিন্তু গোলাকার সব সময়। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ।

১৯৫০ এর দশকে জেটলাইন প্লেনগুলো বেশ ফ্যাশনেবল হয়ে উঠেছিল। তখন এর নকশায় বৈচিত্র্য আনতে চিরচেনা গোলাকৃতি জানালা করে ফেলা হয় চারকোনা, বর্গাকৃতির। এই প্লেনগুলো ছিল বেশ দ্রুতগামী। কিন্তু যেটা হলো, ১৯৫৩ সালের মধ্যে দুই দফা ভয়াবহ প্লেন দুর্ঘটনায় মারা গেলেন ৫৬ যাত্রী। কারণ কী ছিল জানেন ? আর কিছু না, ওই বর্গাকৃতির জানালা।

বিষয়টি এমন যখনই বর্গাকৃতির জানালা থাকছে, তখনই সেখানে চারটি কোণের সৃষ্টি হচ্ছে। এই কোণগুলো অপেক্ষাকৃত দুর্বল একটি স্থান তৈরি করে যা বাতাসের চাপ সহ্য করতে বিশেষ সক্ষম নয়। গোলাকৃতি জানালা হলে তখন এই ‘কোণ’ বা দুর্বল স্থান তৈরির কোনো রকমের ঝুঁকি থাকে না। এ কারণেই প্লেনের জানালা সব সময় গোলাকৃতির হয়ে থাকে।

[embed][/embed]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ