মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিল্লুর রহমান
বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে সীমান্তের বড়আঁচড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়৷৪৯,বিজিবি ব্যাটালিয়ন চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাচালানীরা সীমান্তের বড়আঁছড়া গ্রামের মাঠে চোরাচালানিরা বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন নিয়ে অবস্থান করছে এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালায়।

এসময় বিজিবির উপস্হিতি টের পেয়ে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।পরে পরিত্যক্ত বস্তা গুলো ক্যাম্পে এনে তার মধ্য থেকে বিপুল পরিমান কসমোটিক্সও এমিটেশন সামগ্রী পাওয়া যায়।

যার আনুমানিক বাজার মুল্যো ১৪ লক্ষ টাকা।এসময় কোন চোরাচালানী আটক করা সম্ভব হয়নি বলে জানান ওই কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ