মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

রাউজানে যৌন হয়রানির অভিযোগে দুই কলেজছাত্রকে অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাউজানে যৌন হয়রানির অভিযোগে দুই কলেজছাত্রকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সকালে রাউজান পৌরসভার কুণ্ডেশ্বরী এলাকায় এক ছাত্রী তাদের হয়রানির শিকার হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো চট্টগ্রাম নগরের মহসিন কলেজের অর্নাসের ছাত্র জামিউল ইসলাম (২০) এবং এমইএস কলেজের বাণিজ্যের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সানাউল্লাহ পিয়াদ (১৭)।

জামিউলকে ২০ হাজার টাকা এবং সানাউল্লাহকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার পেশকার সাধন চাকমা গণমাধ্যমকে জানান, সোমবার সকালে চট্টগ্রাম-রাঙামাটি হয়ে বেতবুনিয়া যাওয়ার সময় কুণ্ডেশ্বরী এলাকায় সানাউল্লাহ ও জামিউল এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে।

জামিউল লক্ষ্মীপুর জেলার আব্দুল জব্বারের ছেলে এবং সানাউল্লাহ ফেনী জেলার মৃত আবুল কাশেমের পুত্র।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ