বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

বেফাকের কমিটি; আল্লামা শফী সভাপতি, আবদুল কুদ্দুস মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ১০ কাউন্সিল সভায় নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এতে পুনরায় সভাপতি হয়েছেন হাটজাহারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

সিনিয়র সহসভাপতি হয়েছেন জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহতামিম আল্লামা আশরাফ আলী।

জামিয়া ইমদাদিয়া ফরিবাদাদের মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুসকে ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণ মহাসচিব করা হয়েছে।

ঘোষিত নতুন কমিটিতে ২৭ জনকে সহসভাপতি করা হয়েছে। সহসভাপতিগণ হলেন,

আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ), আল্লামা নূর হোসাইন কাসেমী (বারিধারা), মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (মনিরামপুর যশোর), আল্লামা মোস্তফা আযাদ (আরজাবাদ), প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (সিলেট), মাওলানা আবদুল কুদ্দুস ( মিরপুর), মাওলানা আবদুল বারী ধর্মপুরী (মৌলভীবাজার), মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী (বাবুনগর, চট্টগ্রাম), মাওলানা নূরুল ইসলাম আযাদী (ওলামাবাজার ফেনী), আল্লামা মাহমুদুল হাসান (যাত্রাবাড়ী), মাওলানা আবদুর রহমান হাফেজ্জী (মোমেনশাহী), মাওলানা আবদুল হামিদ (মধুপুর), মাওলানা নূরুল ইসলাম (খিলগাঁও), মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী (জামিয়া নূরিয়া), মাওলানা সাজিদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা সালাহুদ্দীন (নানুপুর, চট্টগ্রাম), মাওলানা ছফিউল্লাহ (জামিয়া দ্বীনিয়া, মতিঝিল), মুফতি জাফর আহমদ (ঢালকানগর), মুফতি ফয়জুল্লাহ (লালবাগ), মাওলানা মুসলেহুদ্দীন রাজু (সিলেট), মাওলানা আনাস মাদানী (হাটহাজারী) মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা বদরুদ্দীন (সিলেট), মাওলানা আশেক এলাহী (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা ফয়জুল্লাহ (মাদানীনগর)।

আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে আজ সকালে বেফাকের ১০ম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মজলিসে আমেলা ও শুরার সদস্যসহ বিভিন্ন মাদরাসার মুহতামিমগণ উপস্থিত আছেন।

সভাপতির বক্তব্যে আল্লামা আহমদ শফীর বলেন, আমাকে ১০ বছর ধরে বেফাকের সভাপতি করায় সবাইকে ধন্যবাদ। যদিও আমি এ পদের যোগ্য নই, তবু প্রাণপণে চেষ্টা করছি বেফাককে সম্প্রসারণ করার।

তিনি আলেমদের সব সময় বাতিল মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

চলছে বেফাকের কাউন্সিল; গুরুত্বপূর্ণ ৪ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ