বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

পাঠ্যসূচীতে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাঠ্যসূচীতে শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত হচ্ছে। তবে বিষয়টি অন্তর্ভুক্তির আগে মন্ত্রণালয় গঠিত কমিটির এ সংক্রান্ত খসড়া প্রতিবেদনটি দেখতে চায় সংসদীয় কমিটি। বিষয়টিতে কোনো ধরনের সংযোজন-বিয়োজন করার প্রয়োজন আছে কীনা সেটি যাচাই করতেই আগামী বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করার সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মো. মোজাম্মেল হোসেন, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং রিফাত আমিন অংশ নেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ অফিসগুলোতে ডিজিটাল সেবা ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হয়। কমিটি ‘আর্ন্তজাতিক নারী দিবসে’ বাংলাদেশের পথ প্রদর্শক হিসেবে প্রধানমন্ত্রীর সব অবদানের জন্য তাঁকে সম্মাননা প্রদান করার সুপারিশ করে। এছাড়া বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মহিলা ও শিশুদের জন্য নীতিমালা অনুযায়ী চিকিৎসা সেবা সুবিধা প্রদান করার জন্য কমিটি সুপারিশ করা হয়।

/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ