শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: জুনায়েদ আল হাবীব নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় রয়েছে: মঞ্জু যেসব গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি এই সমাজের রন্দ্রে রন্দ্রে আলেম বিদ্বেষ

নান্দাইলে নিখোঁজ মাদরাসা ছাত্রী উদ্ধার হয়নি এক সপ্তাহেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল, নান্দাইল প্রতিনিধি: নান্দাইলে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরও উদ্ধার হয়নি নিখোঁজ মাদরাসা ছাত্রী মাসুদা আক্তার।

জানা যায়, আচারগাঁও ইউনিয়নের দক্ষিন হাওলা পাড়া গ্রামের মো. আব্দুস সোবহানের মেয়ে মাসুদা আক্তার গত ২৯ জানুয়ারী সকাল ৯টায় আচারগাঁও নদীরপাড় খালা শাহানারা বেগমের বাসা থেকে সকালের নাস্তা খেয়ে মাদরাসা যাওয়ার পথে রহস্যজনক ভাবে অপহৃত হয়।

মাসুদা আক্তার (১৫) উপজেলার উম্মে কুলসুম কওমী মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। গত ৪ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পর ৮ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

অপহরণের ঘটনায় গত ৪ ফেব্রুয়ারী ছাত্রীর ভাই মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে শাকিল মিয়া সহ অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি নিয়মিত মামলা করেন। মামলা নং ০৮/২/২০১৮ইং।

মামলার আসামী উত্তর হাওলাপাড়া গ্রামের শাকিল মিয়াকে পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান দিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে বলে জানা গেছে।

এদিকে ছাত্রী অপহরণের ৮ দিন পার হলেও এখন পর্যন্ত ছাত্রীটিকে পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সাত্তার জানান, গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অপহৃতাকে উদ্ধার করার চেষ্টা করা হবে।

এদিকে ছাত্রীর পরিবার ৮ দিনেও মেয়েটিকে খোজেঁ না পেয়ে এবং পুলিশি উদ্ধার তৎপরতায় হতাশ হয়ে পড়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ অবিলম্বে অপহৃতা মাদ্রাসার ছাত্রী মাসুদাকে উদ্বার করার আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ