মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


চট্রগ্রামে ডিবি পরিচয়ে ছাত্র আন্দোলন নেতাকে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ, চট্রগ্রাম প্রতিনিধি: চট্রগ্রামে ডিবি পরিচয়ে সাদা পোশাকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

গ্রেফতারকৃত ছাত্রনেতার নাম শহিদুল ইসলাম নূরী। তিনি ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলার সাংগঠনিক থানা দাতমারা ইউনিয়ন সহ-সভাপতি।

শহিদুল ইসলামের পিতা মো. আবু তাহের বলেন, আজ দুপুরে তিনজন সাদা পোশাকধারী ডিবি গিয়ে মারধর করে তাকে তুলে নিয়ে যায়।  গ্রেফতারের কারন জানতে চাইলে কিছু বলেন নি তারা।

এ ব্যাপারে জানতে চাইলে দাতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবুল কালাম জানান, তার ব্যাপারে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাতক্ষণিক এক বিবৃতে নিন্দাজ্ঞাপন ও মুক্তি দাবি করেছেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলা সহ-সভাপতি এমদাদুল্লাহ চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেন, তার মুক্তির ব্যাপারে আমরা দলীয়ভাবে ততপরতা চালাচ্ছি। আশা করি প্রশাসনের ভ্রান্তি নিরসন হলে তাকে মুক্তি দেয়া হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ