বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী

হাটহাজারীতে মাদরাসায় হামলা, ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারীতে জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে একটি মাদরাসায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৮টার দিকে হাটহাজারী পৌর এলাকার বাসস্টেশনের পশ্চিমে মিঠাছড়া পশ্চিম দেওয়ান নগর জমিরিয়া ইসলামীয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অন্তত ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত মাদরাসাটির নবনির্মিত টিনসেড নির্মিত হেফজখানাটি ভাঙচুর করে।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এক বছর পূর্বে জমির উদ্দিন নামে এক মাওলানা ওই মাদরাসাটি চালু করেন। বর্তমানে মাদরাসার জায়গাটি ১নং সরকারী খাস খতিয়ানভূক্ত। তবে আরএস মূলে এ জায়গাটি আনু মিয়া ও ঠাণ্ডা মিয়া গং এ জায়গাটি তাদের দাবি করে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দায়ের করেন। এ নিয়ে হাটহাজারী মডেল থানায় উভয়পক্ষকে নিয়ে তিনবার বৈঠক হলেও কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শনিবার সকালে হামলার সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে মাদরাসার টিন দিয়ে তৈরি বেড়া ও পিলার ভেঙে ফেলে। সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানার এএসআই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী ঘটনাস্থল পরিদর্শন করে মাদ্রাসা কর্তৃপক্ষকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মাদরাসা পরিচালক ও প্রতিষ্ঠাতা জমির উদ্দিন সাংবাদিকদের বলেন, মাদরাসা নিয়ে কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। তবে স্থানীয় কিছু লোকের সাথে মাদরাসার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ