বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী

গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা থেকে ফেরার পথে গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার রাত ৩.৩০ মিনিটের দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপার বড়দাহ নামক স্থানে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও তাঁর ব্যক্তিগত গাড়িচালক প্রাণে বেঁচে গেলেও তার বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা শেষে কুষ্টিয়া ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

তিনি আরও জানান, হামলাকারীরা তার কাছে নগদ অর্থ দাবি করে।  কিন্তু ল্যাপটপ দিতে চাইলে তা নিতে অস্বীকার করে।

ভিসির ব্যক্তিগত গাড়িচালক ফরহাদ বলেন, ‘আমি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পাশের জঙ্গলে আশ্রয় নিই। একটু পরে টহলরত পুলিশ আসলে তাদেরকে ঘটনাটি খুলে বলি এবং আমার স্যারকে বাঁচানোর অনুরোধ করি এবং প্রক্টর স্যারকে ফোন দেই।’

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ‘ঘটনা শোনার সাথে সাথে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছাই। ভিসি স্যারকে তার গাড়িসহ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেই। এ ঘটনার সাথে জড়িতদের বের করতে চিরুনি অভিযান চালানো হচ্ছে।’

এই ঘটনার জের ধরে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ শাপলা ফোরাম, জিয়া পরিষদ,  গ্রীণ ফোরাম, ইবি  সাংবাদিক সমিতি, ইবি প্রেস ক্লাব, ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ