বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘সাধারণ শিক্ষিত বেকার ২ কোটি; কওমি মাদরাসার কেউ বেকার নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি মুফতি ফয়জুল্লাহ বলেছেন, বাংলাদেশে সাধারণ শিক্ষায় শিক্ষিত ২ কোটি শিক্ষার্থী বেকার আছে অথচ কওমি মাদরাসার শিক্ষার্থীরা এখন পর্যন্ত কেউ বেকার নেই।

তিনি বলেন, কওমি আলেমরা তাদের নিজেদের যোগ্যতা দিয়ে চাকরিজীবনে প্রবেশ করে। তারা বেশ ভালো আছেন। তাদের নিয়ে চিন্তার কারণ নেই।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, ‘আমরা সবসময়ই চাই বাংলাদেশের সবগুলো মাদরাসা একই বোর্ডের নিয়ন্ত্রণে থাকবে। একই সিলেবাসের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলেও আমরা আশা করি। এখন আমি আশাবাদী অনার্স ও মাস্টার্স সমমানের যে পড়াশোনা রয়েছে তা কিন্তু জেনারেল শিক্ষার অনেক কাছাকাছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক পর্যায়ের মাদ্রাদরাগুলোতে কুরআন শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের আরও যুগোপযোগী করে গড়ে তুলতে আরও বেশ কিছু বই পাড়ানো হয়।

মাদরাসাগুলোতে আদর্শিকতা, ইসলামিক, দিনি শিক্ষা দেওয়া হয়, নৈতিকতা শেখানো হয়।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের হেড অব অপারেশন্স সারওয়ার জাহান চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সোহেল মামুন এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম প্রমুখ।

বাংলাদেশের ৬ ভাই : যে বাগানে ফুটেছে জোড়া ফুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ