শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: জুনায়েদ আল হাবীব নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় রয়েছে: মঞ্জু যেসব গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি এই সমাজের রন্দ্রে রন্দ্রে আলেম বিদ্বেষ

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: ছাত্রী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বামপন্থি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ গেট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সামাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘অবিলম্বে এসব হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।’

উল্লেখ্য, আন্দোলনরত ছাত্রীদের উপর নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাওয়ের পর মঙ্গলবার বিকেলে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মো. আখতারুজ্জামানকে উদ্ধার করে ছাত্রলীগ।

টানা ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বে সংগঠনের একদল কর্মী অবস্থানকারীদের পিটিয়ে সেখান থেকে সরিয়ে দেন।

অবস্থান ভেঙে শিক্ষার্থীরা বের হয়ে আসার সময় বিভিন্ন ফটকের সামনে থাকা ছাত্রলীগ কর্মীরা আবারও তাদের উপর হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

এর আগে সাত অধিভুক্ত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন।  এর পরপরই ছাত্রলীগ নেতারা অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে ও ছাত্রীদের উপর নিপীড়ন চালায়।

এরই প্রতিবাদে ১৭ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ফটক ভেঙে নিজ কার্যালয়ে প্রক্টরকে অবরুদ্ধ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দিলে লাগাতার আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ