বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি থেকে ২৪ ও ২৫ জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি মিক্ষক কর্মচারি ফোরাম। গতকাল সোমবার প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল গণমাধ্যমকে তিনি জানান, আপাতত তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা না আসায় ১৫ জানুয়ারি সকাল থেকে আমরণ অনশন শুরু করেন বেসরকারি শিক্ষকরা। অনশনের সাত দিনেও দাবি আদায় না হওয়ায় এই ধর্মঘটের ডাক দিলেন তারা।

ঢাকাসহ সারাদেশ থেকে শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন মিলে গঠন করা হয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

এ সংগঠনের দাবি, গত ৫০ বছর ধরে জাতীয়করণের বিষয়টি ঝুলে আছে। শিক্ষার মান উন্নয়নে জাতীয়করণের বিকল্প নেই। শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেখানে বসতে দেওয়া হয়নি। তাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন বলে জানিয়েছেন শিক্ষকরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ