শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

বেড়েছে দর; মূল্যসংবেদনশীল তথ্য নেই ইমাম বাটনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য দেয় কোম্পানিটি।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে তিন সপ্তাহের ব্যবধানে ইমাম বাটনের শেয়ারদর বেড়েছে ৩২ দশমিক ৮৪ শতাংশ। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা। ২১ জানুয়ারি তা ৪৪ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয় নি ইমাম বাটন। গেল হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯০ পয়সা। ৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬ টাকা ২২ পয়সায়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৫ পয়সা লোকসান দেখিয়েছে ইমাম বাটন। যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর এর এনএভিপিএস ৬ টাকা ৭ পয়সায়।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরেও কোনো লভ্যংশ দেয় নি প্রতিষ্ঠানটি।

ডিএসইতে সর্বশেষ ৪৩ টাকায় ইমাম বাটনের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৪৫ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ১২ টাকা ৯০ পয়সা।

ইজতেমার পরিষ্কার পরিচ্ছন্নতায় অনন্য দৃষ্টান্ত ‘সাফাই জামাত’


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ