সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘জয় শ্রী রাম’ না বলায় ইমামকে বেধড়ক পেটাল উগ্র হিন্দুরা! আন্তর্জাতিক ইসলামি বইমেলায় কওমি শিক্ষার্থীদের লিটলম্যাগ কর্নার নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার

আল্লামা কাসেমীর সুস্থতায় রোজা রাখলেন ৩৫০ ছাত্র শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: দেশের শীর্ষ আলেমে দীন জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় রোজা রেখে বিশেষ দুআ অনুষ্ঠান করেছেন প্রায় ৩৫০ জন ছাত্র শিক্ষক।

আজ সোমবার জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া দক্ষিণখান ঢাকাে'র সব ছাত্র শিক্ষক রোজা রাখেন এবং ইফতারপূর্ব বিশেষ মুনাজাত করেন।

আল্লামা নূর হোসাইন কাসেমী অসুস্থ হয়ে গত ১৬ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের এই শীর্ষ আলেমের সুস্থতা কামনায় দেশে-বিদেশে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হচ্ছে।

জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া দক্ষিণ খান ঢাকা'র শিক্ষা সচিব মাওলানা শফীকুর রহমান আওয়ার ইসলামকে বলেন, গতকাল বাদ এশা জামিয়া মুহাম্মাদিয়া দক্ষিনখান ঢাকার প্রিন্সিপাল আল্লামা কাসেমীর ছাত্র মাওলানা আবদুস সাত্তারসহ পরামর্শ করে আসাতিযায়ে কেরামগণ সিদ্ধান্ত নেন জামিয়া মুহাম্মাদিয়া দক্ষিনখান ঢাকার প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর আশু রোগ মুক্তির জন্যে রোজা রাখা হবে।

মুফতী মনসূরুল হকের সব বয়ান কিতাব ও মালফুজাত একসঙ্গে পেতে ইনস্টল করুন অ্যাপটি

তিনি বলেন, এশার নামাজের পর আমি ছাত্রদের সামনে শায়েখের অসুস্থতা ও তার দুনিয়াবিমূখতার জিন্দেগী নিয়ে কিঞ্চিৎ আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে বললাম, আমরা বড়রা আগামীকাল শায়েখের সুস্থতা কামনায় রোজা রাখব। কিন্তু শতশত মাসুম বাচ্চার থেকে আবদার এলো আমরাও হুজুরের জন্যে রোজা রাখবো।

তিনি জানান, শেষ পর্যন্ত মাদরাসার সব ছাত্র শিক্ষক আজ রোজা রাখেন এবং ইফতারের পূর্বে বিশেষ মুনাজাত করা হয়।

আল্লামা কাসেমী’র সুস্থতায় দুআ চাইলেন হেফাজত মহাসচিব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ