মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


জাতিসংঘের সাধারণ পরিষদকে আল্লামা বাবুনগরীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী : জেরুজালেম ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বৈঠকে অনুষ্ঠিত ভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছেন হেফাজত মহাসচিব শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে ‘বাতিল ও প্রত্যাখ্যান’ করে একটি রেজ্যুলেশন পাস হওয়া ‘অত্যন্ত আনন্দের’ বলে মন্তব্য করেছেন।

আল্লামা বাবুনগরী আরও বলেন, ‘আমি আল-কুদস ঐতিহাসিক প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের অভূতপূর্ব সমর্থনকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি।’

আশা করি ট্রাম্প প্রশাসন তার দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করবে।তাদের সিদ্ধান্ত যে অবৈধ তা জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটের ফলাফলে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

বাবুনগরী আরো বলেন, ‘ফিলিস্তিন ও আল-কুদসের সমর্থনকারী সকলের প্রতি আমার ও বাংলার মুসলিম জনগণের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি মনে করি জাতিসংঘের রেজুলেশন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নতুন সুযোগ সৃষ্টি করেছে৷


সম্পর্কিত খবর