মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


জেরুজালেমের বর্তমান মর্যাদা অক্ষুণ্ন রাখার আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র শহর জেরুজালেমের বর্তমান মর্যাদা অক্ষুণ্ন রাখার আহবান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে টেলিফোন আলাপে তিনি এই আহবান জানন। পোপ ফ্রান্সিস বলেন, শহরটির বর্তমান স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা পরিহার করা উচিত।

তুর্কি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানায়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্তের প্রেক্ষাপটে পোপ ফ্রান্সিসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, ফোনালাপে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ১৯৬৭ সালের আগের সীমান্তের মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এরদোগান। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেমে।

এসএস/


সম্পর্কিত খবর