মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২০ জুলাই প্রতিনিধি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী ২০ জুলাই প্রতিনিধি সভা অনুষ্টিত হবে।

সকাল ১০ টায় পৌর শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভায় বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

প্রতিনিধি সভায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ থেকে নির্বাচিত প্রতিনিধি, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সকল সদস্য, সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করবেন।

প্রতিনিধি সভাকে সর্বাত্মক সফল ও সার্থক করার লক্ষ্যে ইতিমধ্যেই জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রস্তুতি শুরু করেছে ।

এ উপলক্ষে গত (৭ জুলাই) শুক্রবার বিকাল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ